Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নতুন ভোটার হতে কি কি প্রয়োজনঃ
** অনলাইন জন্ম সনদ।

** পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি।

** পৌরসভা/ইউনিয়ন মেয়র/চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব/জাতীয়তা সনদপত্র।

** পৌরসভা/ইউনিয়ন মেয়র/চেয়ারম্যান কর্তৃক নতুন ভোটার হওয়ার প্রত্যয়নপত্র( আবেদনকারীর বিস্তারিত তথ্য সহ)।

** স্বামী/স্ত্রী’র জাতীয় পরিচয়পত্রকপি/কাবিন নামা(বিবাহিত হলে)।

** বিদ্যুৎ বিল কপি যার বিদ্যুৎ বিল কপি দিবেন তার জাতীয় পরিচয়পত্র কপি।

** বাড়ির কর রশিদ কপি।

** রক্তের গ্রুপ পরিক্ষার প্রতিবেদন।

** পাসপোর্ট কপি, ড্রাইভিং লাইসেন্স কপি, শিক্ষাগত সনদ কপি(যদি থাকে)

** অঙ্গিকারনামা অত্র গ্রাম ও ইউনিয়নের বাসিন্দা এবং প্রথমবার ভোটার হয়েছে মর্মে।

** প্রযোজ্য ক্ষেত্রে অফিস কর্তৃক চাহিত কাগজপত্রাদি দিতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ services.nidw.gov.bd সাইটে প্রবেশ করে সঠিকভাবে নতুন ভোটার ফরম পূরণ করবেন। ফরম পূরণ করে ডাউনলোড হওয়ার পর প্রিন্ট করে ফরমের ৩৪ ও ৩৫ ক্রমিকে শনাক্তকারীর আইডি ও স্বাক্ষর এবং ক্রমিক ৪০,৪১,৪২ এ যাচাইকারীর(কাউন্সিলর/মেম্বারের নাম, আইডি নম্বর, স্বাক্ষর ও সীল অবশ্যই দিতে হবে। ফরমে আগে কেন ভোটার হতে পারেনি তার কারণ ক্রমিক ৩২ এ বাদ পড়ার কারণে লিখতে হবে।


অফিসে আবেদন জমা দেওয়ার পর ভোটারের ছবি তোলার মেসেজ যাওয়ার তারিখে উপস্থিত হতে না পারলে আবেদনটি পরবর্তীতে কোনো কারণ ছাড়া বাতিল করা হবে। তাই সঠিক সময়ে অফিসে উপস্থিত হয়ে ভোটারের ছবি তুলতে হবে। বিষয়টি অতীব জরুরী।